স্পোর্টস ডেস্ক, ১৩ সেপ্টেম্বর : মৌসুমের শেষ গ্র্যান্ডস্ল্যাম ইউএস ওপেনে মেয়েদের একক ইভেন্টের শিরোপা জিতেছেন ইতালির ফ্ল্যাভিয়া পেনেত্তা।
শনিবার নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালে স্বদেশি রবার্তা ভিঞ্চিকে ৭-৬, ৬-২ সেটে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয় করেন র্যাংকিংয়ের ২৬ নম্বরে থাকা পেনেত্তা।
দুই স্বদেশির খেলা দেখতে রোম থেকে নিউইয়র্কে উড়ে গিয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী মাতিও রেঞ্জি।
সেমিফাইনালে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকে হারিয়ে রীতিমতো উড়ছিলেন রবার্তা ভিঞ্চি। তবে ফাইনালে তাকে মাটিতেই নামিয়ে আনেন পেনেত্তা। সেরেনার বিরুদ্ধে যেভাবে একের পর এক ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড শটে চমকে দিয়েছিলেন ভিঞ্চি, ফাইনালে সেরকম কিছু হল না।
অবশ্য পরাজিত হলেও, নিজ দেশেরই আরেকজন ট্রফি জেতায় খুশি র্যাংকিংয়ের ৪৩ নম্বরে থাকা ভিঞ্চি।
ইউএস ওপেনের পুরুষদের একক ইভেন্টের ফাইনালে রোববার রাতে মুখোমুখি হচ্ছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও সার্বিয়ার নোভাক জোকোভিচ। সূত্র: বিবিসি ও এএফপি