Search
Thursday 25 April 2019
  • :
  • :

শাহরুখের শুটিং সেটে আগুন

শাহরুখের শুটিং সেটে আগুন

বিনোদন ডেস্ক, ১ ডিসেম্বর : বলিউড বাদশাহ শাহরুখ খানের বছরের শেষ ধামাকা ‘জিরো’। ইতোমধ্যে ছবির ট্রেলার, টিজার সবই মুক্তি পেয়েছে। বাকি ছিল শুধু একটি গানের কাজ। গোরেগাঁওয়ের মুম্বাই ফিল্ম সিটিতে বৃহস্পতিবার তারই শুটিং চলছিল। কিন্তু হঠাৎই আগুন লেগে যায় শুটিং সেটে।

ভারতীয় বিভিন্ন মিডিয়ার খবর, আগুন লাগার সময় শাহরুখ খান শুটিং সেটে নিজের ভ্যানিটি ভ্যানের মধ্যে ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন আলিয়া ভাটও। আগুন লাগার খবরে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তবে এ ঘটনায় অভিনেতা শাহরুখ খান কিংবা সেটে উপস্থিত অন্য কলাকুশলীদের কারোই কোনো ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে। ফলে অল্পের জন্য বড় ক্ষতি থেকে বেঁচে গেলেন ‘জিরো’র টিম।

৩১ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ভারতজুড়ে মুক্তি পাবে সিনেমাটি।‘ জিরো’র পরিচালনার চেয়ারে আছেন আনন্দ এল রাই। তারকাবহুল এই ছবির বিভিন্ন চরিত্রে আরো রয়েছেন অভয় দেওল, জাভেদ জাফরি এবং আর মধবন। এছাড়া বিশেষ উপস্থিতি মিলবে সালমান খান, কাজল, রানি মুখার্জী ও দীপিকা পাডুকোনের।