ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক কর্মকর্তারা। শুক্রবার রাতে তাকে আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তির নাম হারপিত সিং (২৯)। তিনি ব্যাংকক থেকে পিজি ৭৪৫ ফ্লাইটে ঢাকা আসেন বলে জানা গেছে। বিমান বন্দরে পৌঁছার পর তার জুতার ভেতর ১ কেজি ২১০ গ্রাম স্বর্ণ পান শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাস্টমসের সহকারী কমিশনার শাহিদুজ্জামান সরকার জানান, হারপিতের জুতার ভেতর থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় ৬৫ লাখ টাকা বলে জানিয়েছেন শাহিদুজ্জামান।