বিনোদন ডেস্ক, ১ অক্টোবর : বরেণ্য কথাশিল্পী হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কৃষ্ণপক্ষ’ অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। এ ছবিটি নির্মাণ করছেন হুমায়ূন আহমেদের সহধর্মিণী মেহের আফরোজ শাওন। আগামী শনিবার (৩ অক্টোবর) থেকে ছবিটির শুটিং শুরু হচ্ছে নুহাস পল্লীতে।
নির্মাতা মেহের আফরোজ শাওন বলেন, হঠাৎ করেই ছবিটির পরিকল্পনা করি। হুমায়ূন আহমেদের জন্মদিনে ছবিটি মুক্তি দেওয়ার লক্ষ্যেই এই তাড়াহুড়া করে সব আয়োজন করে ফেলা। আর ভাগ্য ভালো যে, ডাকা মাত্রই সমস্ত শিল্পীরা সাড়া দিয়েছেন।
ছবিতে অভিনয় করছেন রিয়াজ, মাহিয়া মাহি, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, ফারুক আহমেদসহ আরও অনেকে।
ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে ছবিটি মুক্তি দেওয়া হবে।
এ প্রসঙ্গে শাওন বলেন, ছবি বানানোর স্বপ্ন বুকের মধ্যে নিয়ে বেড়াচ্ছে অনেকদিন ধরে। সেই স্বপ্নপূরণের তারিখটা হুমায়ূনের জন্মদিনে হতে যাচ্ছে। এর চেয়ে আনন্দের আর কিবা হতে পারে।
উল্লেখ্য, সর্বপ্রথম ২০০৩ সালে ‘পক্ষীরাজ’ শিরোনামে একটি নাটক নির্মাণের মধ্য দিয়ে নির্মাতা হিসেবে নাম লেখান মেহের আফরোজ শাওন। সেই থেকে এ পর্যন্ত অর্ধশতাধিক নাটক-টেলিছবি পরিচালনা করেছেন শাওন।