স্পোর্টস ডেস্ক, ১৮ সেপ্টেম্বর : উয়েফা ইউরোপা লিগ ফুটবলে ফ্রেঞ্চ ক্লাব বর্দু’র সঙ্গে ড্র করেছে লিভারপুল। ফ্রেঞ্চ ক্লাব বোর্ডেক্সের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অল রেডসরা। অন্যদিকে, আজারবাইজানের ক্লাব কারাবাগ’ এর বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে টটেনহাম হটস্পার।
গ্রুপ ‘বি’র ম্যাচটিতে দু’দলের কেউই প্রথমার্ধে গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে লিভারপুলকে লিড এনে দেন ইংলিশ মিডফিল্ডার অ্যাডাম লাল্লানা। বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেন নি অলরেডসরা। এর ১৬ মিনিট পরই ম্যাচের ৮১ মিনিটের সময় ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিয়েরা জোসি’র গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
বল দখলের লড়াইসহ আক্রমণের দিক থেকে দু’দলই ছিল প্রায় সমানে সমান। কিন্তু, নির্ধারিত সময় শেষে তাদের ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়।
সাউথ কোরিয়ান স্ট্রাইকার হিউং মিং সুনের জোড়া গোলে আজারবাইজানের ক্লাব কারাবাগ’কে ৩-১ গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার।
ম্যাচের ৭ মিনিটে কারাবাগের হয়ে রিচার্ড গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। ২৮ মিনিটের গোলে সমতায় ফিরে টটেনহাম। ৩০ মিনিটে মিং সুন এর গোলে ২-১ এগিয়ে যায় টটেনহাম। এরিক লামেলা ৮৬ মিনিটে তৃতীয় গোলটি করলে ৩-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহাম হটস্পার।
এছাড়াও জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড, নাপোলি, অ্যাথলেটিক বিলবাও ও শালকে জিরো ফোর।