ঢাকা : শিশু সৌরভকে গুলি করে আহত করার মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের তৃতীয় দফা জামিন আবেদনও নামঞ্জুর করেছেন আদালত। বুধবার লিটনের আইনজীবীরা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন।
বেলা সাড়ে ১১টার দিকে শুনানি শুরু হয়। এ সময় সংসদ সদস্য লিটন আদালতে উপস্থিত ছিলেন না। তার পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। প্রায় আধা ঘণ্টা শুনানি শেষে আদালত শিশু সৌরভকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় এমপি লিটনের জামিন নামঞ্জুর করেন।
অন্যদিকে আদালত একটি বাড়ি ভাঙচুরের মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।
গত ০২ অক্টোবর সুন্দরগঞ্জের গোপাল চরণ এলাকায় শিশু সৌরভকে গুলি করেন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। ওই ঘটনায় মামলা দায়েরের পর অনেক নাটকীয়তা শেষে গত ১৪ অক্টোবর গোয়েন্দা পুলিশ তাকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করে।
পরদিন ১৫ অক্টোবর তাকে আদালতে উপস্থিত করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাভভোকেট সিরাজুল ইসলাম বাবু বলেন, আগামী ০৮ নভেম্বর থেকে জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সংসদ সদস্য লিটন যাতে সংসদ অধিবেশনে অংশ নিতে পারেন সেজন্যই আদালতের কাছে এমপি লিটনের জামিন প্রার্থনা করা হয়।