লন্ডনে পৌঁছেছেন শেখ হাসিনা

0

লন্ডন, ২ অক্টোবর : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদান শেষে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার স্থানীয়সময় রাত ৮টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি।

এর আগে এদিন সকালে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে রওনা হন তিনি। যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী আটদিন অবস্থান করেন। শনিবার তার ঢাকায় ফেরার কথা রয়েছে। ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মো. আবদুল হান্নান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর সেখান থেকে তিনি হোটেল ক্ল্যারিজে যান। লন্ডনে সংক্ষিপ্ত সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

শুক্রবার বিকালে লন্ডনে একটি হোটেলে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সফরসঙ্গীদের নিয়ে গত ২৩ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',