Search
Thursday 26 November 2020
  • :
  • :

লজ্জার রেকর্ডে ধোনিদের বিদায়

লজ্জার রেকর্ডে ধোনিদের বিদায়

স্পোর্টস ডেস্ক, ২৪ অক্টোবর : আইপিএলের ইতিহাসে এর আগে প্লে অফ খেলেনি, এমন রেকর্ড নেই চেন্নাই সুপার কিংসের। আবার আইপিএলে কোনো দলের কাছে ১০ উইকেটে হেরেছে এই দলটি, এমন নজিরও নেই। শুক্রবার রাতে তা ঘটল। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ১০ উইকেটে হেরেছে চেন্নাই। সেই সঙ্গে চলমান আইপিএল থেকে বিদায় ঘণ্টাও বেজে গেল ধোনিদের।

১১ ম্যাচে তিন জয়, আট হার। পয়েন্ট ৬। অবস্থান তলানিতে। এমন চিত্রটা চেন্নাইয়ের সঙ্গে প্রথমবারের মতো সেটে গেল। চেন্নাইকে উড়িয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১০ ম্যাচে সাত জয়ে দলটির পয়েন্ট ১৪।

আগে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং। ২০ ওভারে তিন বারের চ্যাম্পিয়নরা করে ৯ উইকেটে ১১৪ রান। মুম্বাই বোলারদের মধ্যে ঝলক দেখালেন বোল্ট (৪-১৮), বুমরা (২-২৫) ও রাহুল চাহার (২-২২)।
রান তাড়া করতে নেমে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় মুম্বাই। ঈশান কিষাণ (৬৮) ও কুইন্টন ডি’ কক (৪৬) অপরাজিত থেকে যান।

এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই ও মুম্বাই। সেই ম্যাচ জিতেছিল ধোনির দল। এবার সেই চেন্নাই কুপোকাত মুম্বাইর কাছে।

এ দিন প্রথম একাদশে একাধিক পরিবর্তন এনেছিল চেন্নাই। শেন ওয়াটসন, কেদার যাদব, পীযূষ চাওলাকে দলের বাইরে রেখে ইমরান তাহির, রুতুরাজ গায়কোয়াড় ও নারায়ণ জগদিসানকে সুযোগ দেওয়া হয়। কিন্তু কোন কিছুতেই সুবিধা করতে পারল না চেন্নাই। ব্যাটসম্যানদের মধ্যে বলতে লড়লেন এক স্যাম কুরান। ৫২ রানে তিনি আউট হন বোল্টের বলে। ৪ ওভারে এক মেডেনে ১৮ রানে চার উইকেট নেয়া কিউই পেসার ট্রেন্ট বোল্ট জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।