Search
Wednesday 18 May 2022
  • :
  • :

লক্ষ্মীপূজা আজ

লক্ষ্মীপূজা আজ

ঢাকা : লক্ষ্মীপূজা আজ মঙ্গলবার।  হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবটি কোজাগরী লক্ষ্মীপূজা নামেও পরিচিত। শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পরবর্তী পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা লক্ষ্মীপূজা উদযাপন করে থাকে। ঘরে ঘরে লক্ষ্মী ধন-সম্পদের দেবী হিসেবে পূজিত হন। তবে এই ধন শুধু পার্থিব ধন নয়, চরিত্র, ধন ও সর্বাত্মক বিকাশেরও প্রতীক।

আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এ উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সারাদেশের পূজামণ্ডপগুলোতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

হিন্দু শাস্ত্রমতে সাধারণত প্রতি বৃহস্পতিবার সবার ঘরে লক্ষ্মীপূজা করা হয়। পারিবারিক লক্ষ্মীপূজায় লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয়। লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন তিনি ভগবান বিষ্ণুর সহধর্মিণী। লক্ষ্মী পদ্মফুলের উপর উপবেশন করে থাকেন।

পূজা শেষ না হওয়া পর্যন্ত গৃহবধূরা উপবাস ব্রত করেন। পূজাস্থলে বিভিন্ন আলপনাসহ গৃহের বিভিন্ন স্থানে দেবীর প্রতীকী পায়ের ছাপ আঁকা হয়। পূজা শেষে পুষ্পাঞ্জলি ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
Leave a Reply

Your email address will not be published.