লক্ষ্মীপুরে টর্নেডোর আঘাতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

0

লক্ষ্মীপুর, ২৩ সেপ্টেম্বর : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামে টর্নেডো হয়েছে। মেঘনা নদী উপকূলীয় ওই গ্রামে মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ টর্নেডো হয়। এতে অর্ধশতাধিক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত এবং বেশ কিছু গাছপালার ক্ষতি হয় বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তবে কোন হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদার বলেন, টর্নোডোর বিষয়টি ইউএনও এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে। ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরকাচিয়া গ্রামে নদী থেকে টর্নেডো উঠে। এতে ভয়াবহ কোন ক্ষয়ক্ষতি হয়নি।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',