র‌্যাবের হেফাজতে ইউজিসি কর্মকর্তার মৃত্যু

0

ঢাকা, ২ অক্টোবর : মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজ র‌্যাবের হেফাজতে মারা গেছেন।

বৃহস্পতিবার রাতে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আনা হয় বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস জানান, ‘পুলিশের কোনো সদস্য নয়, র‌্যাবের সদস্যরাই ওমর সিরাজের লাশ ঢাকা মেডিকেলে নিয়ে গেছেন।’

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার তাকে রিমান্ডে নেয়া হয়। রিমান্ডের দ্বিতীয়দিন বৃহস্পতিবার বিকেল ৫টায় ওমর সিরাজ অসুস্থতা বোধ করলে তাকে মোহাম্মদপুর হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে ১৮ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁও ইউজিসি কার্যালয়ে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সহকারী পরিচালক ওমর সিরাজ (৩২), বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের স্টোরকিপার রেজাউল করিম (৩২) ও ঈশান ইমতিয়াজ হৃদয় (২২) নামের তিনজনকে আটক করা হয়।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',