স্পোর্টস ডেস্ক, ১৫ সেপ্টেম্বর : মহিলা এককে ২০১৫ ইউএস ওপেনের শিরোপা জিতেছেন ২৬তম বাছাই ইতালির ফ্লাভিয়া পেনেত্তা। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জয়ের ফলে বিশ্ব টেনিস র্যাংকিংয়ে বড়সড় উন্নতি হয়েছে পেনেত্তার। ২৬তম স্থানে থেকে ইউএস ওপেন শুরু করা পেনেত্তা, টুর্নামেন্টে শেষে র্যাংকিং-এর অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন।
পেনেত্তার সাথে ইউএস ওপেনের ফাইনাল খেলা আরেক ইতালিয়ান রবার্তা ভিঞ্চিরও র্যাংকিংয়ে উন্নতি হয়েছে। টুর্নামেন্টে রানার্স-আপ হওয়ায় র্যাংকিং ২৪ ধাপ এগিয়েছেন ভিঞ্চি। ৪৩তম স্থান থেকে ১৯তম স্থানে উঠে এসেছেন ভিঞ্চি।
তবে র্যাংকিংয়ের শীর্ষ চার-এ কোন পরিবর্তন হয়নি। শীর্ষস্থান ধরে রেখেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। দ্বিতীয়স্থানে রয়েছেন রোমানিয়ার সিমোনা হালেপ, তৃতীয়স্থানে রয়েছেন রাশিয়ার মারিয়া শারাপোভা।
র্যাংকিং খেলোয়াড় পয়েন্ট
১. সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র) ১১৫০১
২. সিমোনা হালেপ (রোমানিয়া) ৬৭৮০
৩. মারিয়া শারাপোভা (রাশিয়া) ৫৭৯৫
৪. পেত্রা কেভিতোভা (চেকপ্রজাতন্ত্র) ৫২৯৫
৫. লুসি সাফারোভা (চেক প্রজাতন্ত্র) ৩৫৭০
৬. ক্যারোলিন ওজনিয়াকি(ডেনমার্ক) ৩৫১০
৭. আনা ইভানোভিচ (সার্বিয়া) ৩৪৪০
৮. ফ্লাভিয়া পেনেত্তা (ইতালি) ৩৩১৭
৯. গার্বিন মুগুরুজু (স্পেন) ৩৩০৫
১০. ক্যারোলিন প্লিজকোভা (চেকপ্রজাতন্ত্র) ৩২১৫