রোনালদোকে নিতে বিশ্বরেকর্ড গড়তে হবে পিএসজির

0

স্পোর্টস ডেস্ক, ১০ সেপ্টেম্বর : ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে অনেক আগে থেকেই চোখ ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেইয়ের। কিন্তু রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বলেছেন, রোনালদোকে নিতে হলে নতুন বিশ্ব রেকর্ড গড়তে হবে পিএসজিকে। ১ বিলিয়ন ইউরো খরচ করতে হবে রোনালদোকে পেতে হলে।

পিএসজি বর্তমান বিশ্বে অনেক বড় দল। খরচের দিক থেকেও এগিয়ে তারা। রোনালদোকে তারা নিতে চায়। গত দুবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার রোনালদো। রিয়াল মাদ্রিদকে গেলো মৌসুমেও দারুণ সার্ভিস দিয়েছেন। তার মতো খেলোয়াড় যে ক্লাবে থাকে সে ক্লাব অবশ্যই সৌভাগ্যবান। এখন খবর হচ্ছে আগামী মৌসুমে রোনালদোকে নেয়ার চেষ্টা করতে পারে পিএসজি।

পিএসজির মালিকানা কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট গ্রুপের। তারা টাকা ছড়াতে প্রস্তুত। কিন্তু পেরেজ জানিয়ে দিয়েছেন ট্রান্সফারের নতুন রেকর্ড গড়তে হবে রোনালদোকে নিতে। তা না হলে কোনো সুযোগ নেই তাদের।

রিয়াল মাদ্রিদ প্রধান পেরেজের ভাষায়, রোনালদোকে পিএসজি নিতে চাইলে কাজটা সোজা। তাদের ১ বিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ দিতে হবে। আমরা অবশ্য ২০১৬ তে তাকে বিক্রি করতে চাই না। কারণ, তার সাথে আরো তিন বছরের চুক্তি আছে আমাদের।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',