আন্তর্জাতিক ডেস্ক, ১১ অক্টোবর : সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে রাশিয়ার বিমান হামলা ফলপ্রসূ হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল- মিকদাদ।
তিনি রুশ হামলার প্রশংসা করে বলেছেন, সন্ত্রাসীদের অবস্থানে মস্কোর বিমান হামলা গুরুত্বপূর্ণ ফল বয়ে এনেছে। রাশিয়ার রাজধানী মস্কোয় গতকাল (শুক্রবার) ফয়সাল আল-মিকদাদ এ কথা বলেন। তিনি জানান, রুশ হামলার কারণে সিরিয়ার জনগণের মধ্যে আশা জেগে উঠেছে যে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র হাত থেকে তাদের দেশ মুক্ত হতে যাচ্ছে।
সিরিয়ার মন্ত্রী আরো বলেন, আমাদের রাশিয়ার বন্ধুরা জাতিসংঘের প্রস্তাব মেনেই সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে এবং কাস্পিয়ান সাগর থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে স্বচ্ছতার সঙ্গে তার সংখ্যা প্রকাশ করেছে।
ফয়সাল মিকদাদ আরো জানান, রুশ বিমান বাহিনী অত্যন্ত সফলতার সঙ্গে সিরিয়ার স্থল বাহিনীকে সমর্থন দিয়েছে যা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। সূত্র : আইআরআইবি