বিনোদন ডেস্ক : চলচ্চিত্র ‘রানা প্লাজা’র প্রদর্শনী ও সম্প্রচারে হাই কোর্টের দেওয়া নিষেধাজ্ঞা আপিল বিভাগে স্থগিত হয়ে গেছে। চলচ্চিত্রটির প্রযোজক শামীমা আক্তারের করা এক আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এস কে সিনাহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রবিবার এই আদেশ দেয়।
এর ফলে ‘রানা প্লাজা’ চলচ্চিত্র প্রেক্ষগৃহে প্রদর্শন ও সম্প্রচারে কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী এ এম আমিন উদ্দিন। গত ২৪শে আগস্ট এক রিটের প্রেক্ষিতে আলোচিত রানা প্লাজা ধসের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’র প্রদর্শনী ও সম্প্রচারে ছয় মাসের নিষেধাজ্ঞা আরোপ করে হাইকোর্ট।
একই সঙ্গে ওই চলচ্চিত্রের জন্য সেন্সর বোর্ডের দেওয়া সনদের কার্যকারিতাও স্থগিত করা হয়। সাইমন ও পরী মণি অভিনীত চলচ্চিত্রটি গত ৪ই সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। পোশাককর্মীদের পক্ষে বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম রনি ওই রিটটি করেছিলেন।