Search
Tuesday 24 May 2022
  • :
  • :

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজশাহী :রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাসচাপায় ভটভটির চালকসহ দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার ফরিদপুর এলাকায় ভটভটির চালক ও যাত্রী নিহত হন।

নিহতরা হলেন- উপজেলার চর অনুপনগ এলাকার মোসলেম আলীর ছেলে আনারুল ইসলাম (৩৫) ও আব্দুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সুলতানগঞ্জে একটি পেট্রলপাম্প থেকে মহাসড়কে উঠছিল নছিমনটি। এ সময় কেয়া পরিবহণের একটি বাস নছিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে যায়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ খান জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কেয়া পরিবহনের যাত্রীবাহী বাস বিপরীতগামী ভটভটিকে চাপা দেয়। বাসটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে যাচ্ছিল এবং ভটভটি উপজেলা সদরের দিকে আসছিল। এতে ভটভটিতে থাকা চালক ঘটনাস্থলে এবং অন্যজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। তবে কেয়া পরিবহনের কোনো যাত্রী আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
Leave a Reply

Your email address will not be published.