রাজশাহীতে ট্রাকের চাপায় মা-মেয়ে নিহত

0

রাজশাহী, ১৮ সেপ্টেম্বর : রাজশাহী নগরের খড়খড়ি বাইপাস মোড়ে ট্রাকের চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ববিতা খাতুন (৩০) ও তার মেয়ে রাইসা খাতুন (৪)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে পবা উপজেলার কুখন্ডি মোল্লাপাড়া গ্রামের ববিতা খাতুন তার স্বামী ও মেয়েকে নিয়ে একটি অটোরিকশায় খড়খড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় পুঠিয়ার দিক থেকে রাজশাহীগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ববিতা ও তার মেয়ে রাইসা নিহত হন। ববিতার স্বামী ও অটোরিকশার চালক আহত হন। তাদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করেছে। চালক পলাতক।

ট্রাকের চাপায় মা ও মেয়ের নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, লাশ দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',