ঢাকা : সংসদ ভবন এলাকা থেকে মহাখালী ব্র্যাক ইন সেন্টারে একটি সেমিনারে অংশ নিতে গিয়ে যানজটে পড়ে নাকাল মন্ত্রী। এটুকু পথ যেতে যানজট এবং জনগণের ভোগান্তির যে চিত্র দেখেছেন তাতে ক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার ব্র্যাক ইন সেন্টারে ‘সড়ক নিরাপত্তায় করণীয়’ শীর্ষক এক সেমিনারে যোগ দিতে এসে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
সেমিনারস্থলে প্রবেশ করেই তিনি বলেন, সেমিনার করে লাভ নেই, রাস্তায় দীর্ঘ যানজট। সেমিনার করে কি হবে।
ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি ‘অ্যাডভোকেসি ফর সোস্যাল চেইঞ্জ’ এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন- পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি ফারুক তালুকদার সোহেল প্রসুখ।