ঢাকা, ১৯ সেপ্টেম্বর : রাজধানীর কদমতলী এলাকায় একটি বাড়ির ছাদে ডেকে নিয়ে মো. সোহেল (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যায় কদমতলী থানার ৬৭৪ নং ঋিষিপাড়ার একটি বাসার ছাদে এ ঘটনা ঘটে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, নিহত যুবকের মাথায় গুলির চিহ্ন রয়েছে।
এছাড়া তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বিভিন্ন অলিগলিতে সন্দেহভাজন লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে।