ঢাকা : ঢাকার মহাখালী সাততলা বস্তি এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহত সুমন (৩৫) একজন ‘চিহ্নিত সন্ত্রাসী’, এলাকায় তাকে মানুষ ‘ব্যাংকক সুমন’ নামে চেনে বলে র্যাব জানিয়েছে।
সাততলা বস্তির পুকুর পাড় এলাকায় সোমবার গভীর রাতে গোলাগুলির ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ভোর ৪টার দিকে বনানী থানার এসআই মোস্তাক আহমেদ এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব সদরদফতর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, মহাখালীতে ‘র্যাব-১ ও সন্ত্রাসীদের মধ্যে’ গোলাগুলিতে ‘তালিতাভুক্ত সন্ত্রাসী ব্যাংকক সুমন নিহত’ হয়েছে।
এই ঘটনায় দুইজন র্যাব সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুইটি গুলি উদ্ধার করা হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো খবরে জানানো হয়।