ঢাকা, ১৮ সেপ্টেম্বর : রাজধানীর খিলক্ষেত থেকে দৈনিক বণিক বার্তার বিজ্ঞাপন বিভাগের সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের (৩৮) স্যুটকেসবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে নামাড়ার একটি বাসা জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়। তিনি ১৫ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলক্ষেত থানার ওসি শহিদুল হক জানান, জাহাঙ্গীর নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন হিসেবে বৃহস্পতিবার তার খালাতো ভাই ফয়সালসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার ভোরে খিলক্ষেতের নামাপাড়া এলাকা থেকে নেহাজ উদ্দিন নামের এক ব্যক্তির বাসার একটি কক্ষ থেকে স্যুটকেসে থাকা ওই লাশ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে- ওই ভাড়া বাসায় ফয়সালসহ অন্যরা জাহাঙ্গীরকে শ্বাসরোধে হত্যার পর লাশ গুমের জন্য রেখে দিয়েছিল। লাশ উদ্ধারের পর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এদিকে নিহতের স্বজনেরা জানান, রাজধানীর তেজগাঁওয়ে মনিপুরী পাড়ায় থাকতেন জাহাঙ্গীর। গত ১৫ সেপ্টেম্বর কর্মক্ষেত্র থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন তিনি। পরে এ নিয়ে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।