ঢাকা : রাজধানীর বনানীতে ঝুমুর আক্তার (২৮) নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে মহাখালীর ওয়ারলেস এলাকার একটি বাসা থেকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পরিবারের অভিযোগ স্বামী মিজানুর রহমান দীর্ঘদিন ধরে ঝুমুরকে নির্যাতন করে আসছে । তাদের দাবি, স্বামীর নির্যাতনেই ঝুমুরের মৃত্যু হয়েছে। ঘটনার পর মিজানুর রহমানকে আটক করেছে বনানী থানা পুলিশ।
বনানী থানার এসআই রফিজ হাসান জানান, মহাখালীর ওয়ারলেস গেট এলাকার একটি বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঝুমুরের বোন ফাতেমা বেগম জানান, ১২ বছর আগে ঝুমুরের সঙ্গে মিজানুরের বিয়ে হয়। তাদের দু’টি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে ঝুমুরের ওপর নির্যাতন করত স্বামী।