ঢাকা : রাজধানীর মুগদায় এক কিশোরী(১৩) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বজনরা জানান, মুগদার দক্ষিণ মান্ডা এলাকায় ভাড়া বাসায় থাকেন তারা। শুক্রবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রীকে নিজের ঘরে ডেকে নিয়ে বাড়িওয়ালার ছেলে সাগর ধর্ষণ করে। পরে কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে উদ্ধার করে তাকে।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল জানান, এ ঘটনায় সাগর নামে এক কিশোরকে আটক করা হয়েছে। তাকে থানায় রাখা হয়েছে।