Search
Friday 22 March 2019
  • :
  • :

যে কারণে শাহরুখের বিরুদ্ধে থানায় অভিযোগ

যে কারণে শাহরুখের বিরুদ্ধে থানায় অভিযোগ

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান অভিনীত পরবর্তী সিনেমা জিরো। গত ২ নভেম্বর এ অভিনেতার জন্মদিনে প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেইলার। ভক্তদের মধ্যে বেশ সাড়াও ফেলেছে এটি। তবে সিনেমাটি নিয়ে মোটেও সন্তুষ্ট নয় শিখ সম্প্রদায়।

সোমবার শিখ সম্প্রদায়ের অনুভূতিতে আঘাতের দায়ে শাহরুখ খান ও সিনেমাটির পরিচালক আনন্দ এল রাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির (ডিএসজিএমসি) সাধারণ সম্পাদক মঞ্জিদার সিং সিরসা।

তার অভিযোগ, শাহরুখের সিনেমার পোস্টার ও ট্রেইলারে ‘কিরপান’ (এক ধরনের ছোট আকারের ছুরি, শিখ ধর্মাবলম্বীরা নিজেদের ধর্মীয় দায়িত্ব বলে এটা বহন করে) সাধারণ চাকু হিসেবে উপস্থাপন করা হয়েছে। নয়া দিল্লির নর্থ অ্যাভিনিউ থানায় এ অভিযোগ হয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।