সাভার : যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতেই আশুলিয়ায় পুলিশের ওপর হামলা চালানো হয়েছে বলে মত প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সাভারে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যকে বুধবার দুপুরে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এ মত প্রকাশ করেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ব্লগার হত্যাকাণ্ড এবং পুলিশের ওপর হামলা সব কিছুই একই সূত্রে গাঁথা। একটি মহল মানবতাবিরোধীদের বিচার বানচাল করার জন্য কখনো আইএস, কখনো আনসারুল্লাহ বাংলা টিম ইত্যাদি নামে এসব হামলা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে খুব শিগগিরই পুলিশ কর্মকর্তারা তাদের করণীয় ঠিক করবেন। কেউই আইনের হাত থেকে রক্ষা পাবে না।
মন্ত্রী বলেন, বুধবার সকাল ৮টার কিছু সময় আগে শিল্প পুলিশের পাঁচ সদস্য যখন চেকপোস্টে দায়িত্ব পালন করতে যান, ঠিক তখনই কয়েকজন যুবক মোটরসাইকেল যোগে এসে তাদের ওপর হামলা চালায়। এতে এক পুলিশ সদস্য নিহত হন। ঘটনার আকস্মিকতায় অন্য তিন পুলিশ সদস্য তাদের প্রতিরোধ করতে ব্যর্থ হন। এজন্য পুলিশ সদস্যদের আরো সজাগ হয়ে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার সকালে সাভারের আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় দুই পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় তারা। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর এক পুলিশ সদস্য মারা যান। অন্যজনের অবস্থাও গুরুতর।