যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গুলিতে ছাত্র নিহত

0

আন্তর্জাতিক ডেস্ক, ১০ অক্টোবর : যুক্তরাষ্ট্রের নর্দার্ন অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নবীন শিক্ষার্থীর গুলিতে এক ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন ছাত্র।
বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটে নর্দার্ন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ফ্ল্যাগস্টাফ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

ক্যাম্পাস পুলিশ প্রধান গ্রেগরি ফোলার জানিয়েছেন, গুলিবর্ষণকারী ১৮ বছর বয়সী ওই ছাত্রের নাম স্টিভেন জোনস। তিনি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী। তিনি বলেন, কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে সংঘর্ষের সময় বন্দুক বের করে গুলি চালান জোনস।

আহত তিনজনের শরীরে একাধিক গুলি লেগেছে। তাদের ফ্ল্যাগস্টাফ মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।

তবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানানননি গ্রেগরি ফোলার। এছাড় কী নিয়ে এই সংঘর্ষ সে বিষয়ে কিছু জানা হয়নি।

এমন সময়ে যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গুলিতে প্রাণহানির এ ঘটনা ঘটল যখন প্রেসিডেন্ট বারাক ওবামার গত সপ্তাহে ওরিগন স্টেটের রোজবার্গের একটি কলেজে গুলিতে নিহত নয়জনের স্বজনদের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা রয়েছে।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',