Search
Monday 24 February 2020
  • :
  • :

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ময়মনসিংহ, ২৬ জানুয়ারি : ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নতুন বাজারের গন্দফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুক্তাগাছা থানার ওসি মো. আলী মাহমুদ জানান, ট্রাকটি ময়মনসিংহ থেকে মুক্তগাছার দিকে যাচ্ছিল। পথে নতুন বাজারের গন্দফপুর এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশাকে ওই ট্রাকটি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। এছাড়া আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।