শেয়ারবাজার ডেস্ক : ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। ঘোষিত লভ্যাংশে সাধারণ শেয়ারহোল্ডাররা ৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ পেলেও কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা শুধু স্টক লভ্যাংশ নেবেন।
৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে মোজাফফর হোসেন স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ। একই সঙ্গে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ২২ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ২০১৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ২৫ পয়সা হয়েছে মোজাফফর হোসেন স্পিনিং মিলসের। ৩০ জুন পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৮৪ পয়সা।
২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ২৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি। সে হিসাব বছরে ইপিএস হয়েছে ২ টাকা ৬২ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ১৮ টাকা ২৩ পয়সা।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মোজাফফর হোসেন স্পিনিং মিলসের শেয়ারদর দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। দিনভর দর ৩৬ টাকা ৯০ পয়সা থেকে ৩৯ টাকা ৪০ পয়সায় ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ৩৯ টাকা ৩০ পয়সায়।