প্রযুক্তি ডেস্ক: মেসেঞ্জার রিকোয়েস্টস নামের একটি সেবা উন্মুক্ত করেছে ফেসবুক।মেসেঞ্জারের জন্য সম্প্রতি ‘মেসেজ রিকোয়েস্টস’ নামের নতুন একটি ফিচার উন্মুক্ত করছে ফেসবুক। এটি একটি চ্যাট সেবা। এর মাধ্যমে অপরিচিত কারও সঙ্গে ফোন নম্বর ছাড়াই যোগাযোগ করা যাবে।
এর আগে অপরিচিত কারও বার্তা এলে ফেসবুকের ইনবক্সে ‘আদার ফোল্ডার’ নামের একটি জায়গায় দেখাত। নতুন ফিচার হিসেবে আদার ফোল্ডারটি পরিবর্তে মেসেজ রিকোয়েস্ট যুক্ত হয়েছে।
নতুন ফিচার সম্পর্কে ফেসবুকের মুখপাত্র ডেভিড মার্কাস একটি পোস্টে বলেছেন, ‘ফোন নম্বরের কথা ভুলে যান! মেসেঞ্জারের জন্য মেসেজ রিকোয়েস্ট নামের একটি সেবা উন্মুক্ত করা হচ্ছে। এটি ব্যবহার করে শুধু নাম জানলেই কারও সঙ্গে চ্যাট করা যাবে।’