স্পোর্টস ডেস্ক, ৯ অক্টোবর : মেসি-নেইমারকে ছাড়াই ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম রাউন্ডে মাঠে নামবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল।
২০১৮ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের লড়াইয়ে চিলির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চিলির সান্তিয়াগোতে বাংলাদেশ সময় শুক্রবার (০৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে সনি সিক্স এইচডি চ্যানেল।
একই দিনে মাঠে নামতে যাচ্ছে লাতিন আমেরিকার আরেক শক্তিশালী দল আর্জেন্টিনাও। নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে ইকুয়েডরের বিপক্ষে খেলবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বুয়েনস এইরেসে বাংলাদেশ সময় শুক্রবার (০৯ অক্টোবর) ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে সনি সিক্স চ্যানেল।
ঘরের মাঠে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হারের দু:স্বপ্ন এখনও তাড়িয়ে বেড়ায় ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। সেই ক্ষতে সান্ত্বনার পরশ বোলানোর সুযোগটাও হাতছাড়া হয়ে যায় গত জুলাইয়ে কোপা আমেরিকার সেমি ফাইনালে।
এবার, আবারও বিশ্বকাপ মিশনে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল, প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে দুঙ্গার শীষ্যদের আতিথ্য দেবে চিলি। কিন্তু, নিষেধাজ্ঞার কারণে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের শুরুতেই নেইমারকে সেরা একাদশে পাচ্ছেন না সাবেক চ্যাম্পিয়নরা।
এছাড়াও, ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হবে কৌতিনহোকে। তবে, ক্লাব ফুটবলে ফর্মে রয়েছেন হাল্ক, অস্কার ও সিলভারা।
অন্যদিকে, বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। ঘরের মাঠে প্রথমবার কোপা আমেরিকার শিরোপা জয়ীদের নেই কোন ইনজুরি সমস্যা। আর বাড়তি পাওনা হিসেবে হাঁটুর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক ক্লাদিও ব্রাভো। লা লিগায় দারুণ ছন্দে রয়েছেন ভিদাল-সানচেজরা।
তবে, বস স্যামপাওলীর চিন্তার নাম ব্রাজিলের বিপক্ষে হারের পরিসংখ্যান। সর্বশেষ ও একমাত্র ২০০২ সালে সেলেসাওদের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছিলো চিলি।
এদিকে বুয়েন্স আয়ার্সে মেসিবিহীন আর্জেন্টিনা আতিথ্য দেবে ইকুয়েডরকে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকলেও ১৯৯৩ সাল থেকে কোন গুরুত্বপূর্ণ শিরোপা জেতা হয়নি আলবিসেলেস্তেদের। তাই ইকুয়েডরের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করতে চায় জেরার্ডো মার্টিনেজের শীষ্যরা। সেই পালে হাওয়া দিচ্ছে ডিফেন্ডার মাশচেরানো ও মার্টিন ডেমিসিলিচের দলে ফেরা।
তবে সফরকারী ইকুয়েডর দলে কোন ইনজুরি না থাকলেও, গোড়ালির ইনজুরিতে ভুগছেন কোচ গুস্তাভো। কিন্তু, খেলোয়াড়দের দৃঢ় বিশ্বাস কোচের অনুপস্থিতি প্রভাব ফেলবে না সফরকারীদের মাঠের পারফরমেন্সে।