মেসিবিহীন বার্সার হার

0

স্পোর্টস ডেস্ক, ৩ অক্টোবর : শনিবার রাতে স্প্যানিশ লা লিগা ফুটবলে সেভিয়ার কাছে ২-১ গোলে হেরেছে মেসিবিহীন বার্সেলোনা। এর আগে গত ম্যাচেও মেসিবিহনী কোনো রকমে জয় পেয়েছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

এর ফলে ম্যাচ হারায় লিগ টেবিলের শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে।

নিজ মাঠেই বার্সার মুখোমুখি হয়েছিল সেভিয়া। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে শুরু থেকেই বার্সার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে দলটি। লুই এনরিকের বার্সেলোনাও চেষ্টা করেছে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই।

ম্যাচের ৫২ মিনিটে সেভিয়াকে এগিয়ে নিয়েছেন ড্যানিশ ফুটবলার মাইকেল ক্রোহন-দেহলি। এর ৬ মিনিট পরই ব্যবধান ২-০ করেছেন স্প্যানিশ ফুটবলার ভিসেন্তে ইবোরা।

দুই গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা ম্যাচে ফেরার চেষ্টায় মরিয়া আক্রমণ চালিয়েছে একের পর এক। কিন্তু নেইমার-সুয়ারেজরা বাঁচাতে পারেননি দলকে। যদিও ৭৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পরাজয়ের ব্যবধান কমিয়েছেন নেইমার।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',