ঢাকা, ৩ অক্টোবর : মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে গেছেন তার আইনজীবীরা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তারা কারাগারে পৌঁছান।
আইনজীবী প্যানেলের সদস্যরা হলেন- এডভোকেট শিশির মোহাম্মদ মনির, নজরুল ইসলাম, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও গাজী তামিম।
শুক্রবার মুজাহিদের আইনজীবী প্যানেলের সদস্য শিশির মনির জানিয়েছিলেন, তিনিসহ পাঁচ আইনজীবী শনিবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় কারাগারে জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদের সঙ্গে দেখা করবেন।
সাক্ষাতে আপিল বিভাগের চূড়ান্ত রায় রিভিউর বিষয়ে মুজাহিদের সঙ্গে তারা আলোচনা করবেন।
গত বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে করা আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে।
নিয়ম অনুযায়ী রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে আসামি পক্ষকে রিভিউ পিটিশন দায়ের করতে হবে।