Search
Friday 22 March 2019
  • :
  • :

মুক্তি পেল ক্যাটরিনার ‘মনজুর-এ-খুদা’র টিজার

মুক্তি পেল ক্যাটরিনার ‘মনজুর-এ-খুদা’র টিজার

বিনোদন ডেস্ক : ‘চিকনি চামেলি’, ‘শিলা কি জওয়ানি’ গানে বেশ সাড়া ফেলেছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে এবার এগুলোকে পেছনে ফেলে নিজেকে নতুন করে চেনালেন মুক্তিপ্রাপ্ত ‘মনজুর-এ-খুদা’র টিজার এ।

‘ঠাগস অফ হিন্দোস্তান’ এর এই গানের টিজারে যেন ঝলসে দিয়েছেন এই তারকা। মুক্তির পাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। গানটিতে আমির খান, ফাতিমা সেখ এবং অমিতাভ বচ্চনকেও দেখা গিয়েছে কয়েক ঝলক। কিন্তু নজর কেড়েছেন ক্যাটরিনা।

অমিতাভ ভট্টাচার্যের লেখায় ও অজয়-অতুলের কম্পোজিশনে শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহান, সুখবিন্দর সিং এবং অজয় গোগাভালের কণ্ঠে মন কেড়েছে সিনেমাপ্রেমীদের।

আগামী ৮ নভেম্বর অর্থাৎ দীপাবলিতে মুক্তি পাবে ‘ঠাগস অফ হিন্দোস্তান’। যেখানে বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন আমির খান। সেই সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ এবং ফাতিমা সানা সেখও। ‘পিকে’, ‘দঙ্গল’ এর পর এবারও কি আমির খান ব্লকবাস্টার হিসেবে ‘ঠাগস অফ হিন্দোস্তান’ কে দর্শকদের সামনে তুলে ধরতে পারবেন? সেটাই এখন দেখার অপেক্ষা।