ঢাকা : মোটর শ্রমিককে শাস্তি দেওয়াকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে মিরপুরের যানচলাচল পরিস্থিতি। আজ সকাল ১১টায় মিরপুর আবহাওয়া অধিদপ্তরের সামনে ভ্রাম্যমান আদালতে হিমাচল পরিবহনের একটি বাসের চালককে ১ মাসের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে কাফরুল থানার ওসি শিকদার মো. শামীম হোসেন জানান, আজ সকাল ১১টার সময় আগাগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের সামনে বিআরটিএ পরিচালিত একটি ভ্রাম্যমান আদালত বসে। এতে নেতৃত্ব দেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আল-আমীন। তিনি হিমাচল পরিবহনের একটি বাসের চালককে নিয়ম না মেনে গাড়ি চালানোর অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এ খবর ছড়িয়ে পড়লে অশান্ত হয়ে ওঠে মিরপুরের পরিবহনপাড়া। তবে বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।
পল্লবীর যানচলাচলের অবস্থা জানতে পল্লবী থানার ওসি দাদন ফকিরকে ফোন করা হলে তিনি জানান, পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছিল। তবে দ্রুত তা সামলে নেওয়া হয়েছে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। খুব শিগগিরই সমস্যা মিটিয়ে ফেলা হবে।