মানহানি মামলায় ফখরুলের জামিন মঞ্জুর

0

ঢাকা, ২৯ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি ও আওয়ামী লীগকে খুনির দল বলায় মৎস্যজীবী লীগের সহসভাপতি এস এম নূর-ই আলম সিদ্দিকীর দায়ের করা মানহানি মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন নিয়েছেন।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়ে দেশে আসার পর ঈদ শেষে আদালতে হাজির হয়ে এই মামলায় জামিন নেন তিনি।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন মেজিস্ট্রেট মো. ইউনুস খান এই মামলায় জামিন মঞ্জর করেন।

গত বছর ২৪ আগস্ট বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার সময় ফখরুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি ও আওয়ামী লীগকে খুনির দল বলে উল্লেখ করে। ওই বক্তব্যে বিক্ষুব্ধ হয়ে এস এম নূর-ই আলম সিদ্দিকী গত বছর ১ সেপ্টেম্বর মানহানির অভিযোগে মামলা দায়ের করেন। পরে এই মামলায় পল্টন থানায় ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',