স্পোর্টস ডেস্ক, ৪ অক্টোবর : মাত্র ২০ মিনিটের মধ্যে পর পর ৫টি গোল করে প্রিমিয়ার লীগে রেকর্ড করলেন সার্গিও আগুয়েরো। শনিবার রাতে নিউ ক্যাসেল আর ম্যানচেস্টার সিটির মধ্যে প্রথমার্ধের বেশির ভাগ সময়ের খেলা দেখে মনে হয়েছে হয়ত ১-০ গোলেই হারবে সিটি।
আলেক্সান্ডার মিত্রোভিচ ১৮ মিনিটের মাথায় গোল দিয়ে এগিয়ে নেয় নিউ ক্যাসেলকে। এরপর লম্বা সময় গোলের মুখ দেখে নি সিটি।
কিন্তু হটাত জাদুকর হিসেবে আবির্ভূত হলেন আর্জেন্টিনিয়ান সার্গিও আগুয়েরো।
মাত্র ২০ মিনিটের ব্যবধানে ৫ বার বল পুরে দিলেন নিউ ক্যাসেলের জালে। দলকে নিয়ে গেলেন প্রিমিয়ার লীগের টপে। নিজেও করে ফেললেন রেকর্ড।
যা কিনা প্রিমিয়ার লীগে সবচেয়ে অল্প সময়ের মধ্যে পাঁচ গোলের রেকর্ড। প্রিমিয়ার লীগের এই খেলায় নিউ ক্যাসেলকে ৬-১ গোলে একেবারে বিধ্বস্ত করে দেয় ম্যানচেস্টার সিটি।
আগুয়েরো’র এই বিস্ময় জাগানিয়া খেলা দেখে কেবল প্রতিপক্ষই নয়, বিস্মিত হয়েছেন মাঠের হাজার হাজার দর্শকও।