মহসিন আলীর মরদেহ ঢাকায়

0

ঢাকা, ১৫ সেপ্টেম্বর : সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছায়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ৫৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মহসিন আলীর মৃত্যু হয়।

সব শ্রেণিপেশার মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত মন্ত্রীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহসিন আলীর জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর সৈয়দ মহসিন আলীর মরদেহ মৌলভীবাজারে তার নিজ বাসভবনে নেওয়া হবে। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। তাকে হজরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) মাজারের পাশে দাফন করা হবে।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',