রকমারি ডেস্ক : ভৌতিক নানা সিনেমায় কঙ্কাল আর মৃতদের খুলিতে সুসজ্জিত গির্জা বা বিভিন্ন উপাসনালয় দেখতে পাই। গ্যারান্টি দিয়ে বলা যায় এসব উপাসনালয়ের ভয়ানক সাজগোজে শিড়দাড়া বেয়ে বয়ে যায় অদ্ভুত শিহরণ। আমাদের দেশে এমন কোনও গির্জার খোঁজ জানা যায়নি। যে কারণে সিনেমাতে দেখলেও তেমন ভয় হয়তো আমরা পাই না।
তবে ইউরোপের চেক রিপাবলিকের একটি গির্জা। যার প্রবেশ দ্বারেই সারি দিয়ে রাখা রয়েছে খুলি। ভিতরে ঢুকলেই সিলিংয়ে লাইন দিয়েছে ঝুলছে ফিমার বোন। আশেপাশে তাকানোরও জো নেই। আপনার দিকেই যেন তাক করে রয়েছে হাজার হাজার হাড়গোড়।
চেক রিপাবলিকের সেডলকের এ গির্জা সাজানো হয়েছে ৪০ হাজার মানুষের হাড়গোড় দিয়ে। চার্চের দেওয়াল, সিলিং পুরোটাই সাজানো হয়েছে এই হাড়গোড় দিয়ে।
বহুদিন এর খবর জানা ছিল না। তবে সম্প্রতি গির্জাটি নিয়ে লিখালিখি শুরু হলে আগ্রহ সৃষ্টি হয় অ্যাডভাঞ্চার প্রিয়দের মধ্যে। আর এর জেরেই বেশ জনপ্রিয় হয়ে উঠছে গির্জাটি।