স্পোর্টস ডেস্ক : ট্রেবলজয়ী বার্সেলোনা বড় বড় দলকে যখন আনায়াসে হারাচ্ছে, তখন তারা ধরা খেলো ভিলানোভেন্সের কাছে। মেসিকে ছাড়াই কিন্তু তারা জয় পাচ্ছিল। কিন্তু ভিলানোভেন্স বুঝে ফেলেছিল কীভাবে আটকানো যায় বার্সাকে। সেই সূত্র মেনে তারা গোলশূন্য ড্র করে ফেলেছে।
এমনকি একটি দুর্দান্ত সুযোগ পেয়েছিল। তা থেকে গোল পেয়ে জয়ী হলেও আশ্চর্য ছিল না।
বুধবার কোপা ডেল রে’র প্রথম লেগের ম্যাচটি ড্র হয়। এদিন বার্সায় সুয়ারেজও খেলেননি।
বার্সাকে দেখে মনেও হয়নি তারা জয়ের জন্য খেলছে। মাত্র তিনবার তারা প্রতিপক্ষের গোলপোস্টে শট নিতে পেরেছিল। সূত্র : বিবিসি