দিল্লি, ১২ সেপ্টেম্বর : ভারতের মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮০ জন। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ঝাবুয়া জেলার পেতলাওয়াড়ে একটি খাবারের দোকানে এ দুর্ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি।
বিস্ফোরণে ওই দোকানটির ছাদ ধসে পড়েছে। এছাড়া আশ-পাশের বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে ধ্বংসস্তুপের নিচে আরো অনেকেই আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ওই দুর্ঘটনায় ৮০ জনের প্রাণহানি ঘটেছে। তবে ধ্বংসস্তুপ না সরালে হতাহতের সঠিক সংখ্যা জানা সম্ভব নয় বলে তিনি জানান।
এদিকে স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।