ডেস্ক : দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অনুমোদন দিয়েছে। শনিবার বিমান বাহিনীতে মহিলাদের অন্তর্ভুক্তির বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বিমান বাহিনীর একাডেমিতে বর্তমানে প্রশিক্ষণ নেয়া মেয়েদের থেকেই যুদ্ধবিমানের পাইলট হিসেবে নিয়োগ দেয়া হবে। আগামী বছরের জুনে প্রথম কোনো নারী পাইলট যুদ্ধবিমান নিয়ে আকাশে উড়বেন।
ভারতে বর্তমানে বিমান ও হেলিকপ্টার চালান নারীরা। বর্তমানে পরিবহণের কাজে ব্যবহৃত বিমান ও হেলিকপ্টার চালিয়ে থাকেন নারী পাইলটরা। ২০১০-এ মহিলাদের যুদ্ধবিমান চালানোর কাজে নিয়োগে ছাড়পত্র দেয় হাইকোর্ট।
কিন্তু ভারতীয় বিমান বাহিনী হাইকোর্টের সেই নির্দেশ তখনই কার্যকর করে না। অবশেষে মহিলাদের যুদ্ধবিমান চালানোর অনুমতি দিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। – টাইমস অব ইন্ডিয়া