ভারতের টার্গেট ৩০৪

0

স্পোর্টস ডেস্ক, ১১ অক্টোবর : পাঁচ ম্যাচ সিরিজের আজ প্রথম ওয়ানডেতে ভারতকে ৩০৪ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার পক্ষে এবি ডি ভিলিয়ার্স অপরাজিত ১০৪ রান ও দ্বিতীয় সর্বোচ্চ এফ ডু প্লেসিস করেন ৬২ রান।

রবিবার কানপুরে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়।

টি টোয়েন্টি সিরিজ হারের পর চাপে আছে ভারত। দলের কম্বিনেশন নিয়ে চলছে সমালোচনা। গেলো জুনে বাংলাদেশের কাছে ওডিআই সিরিজ হারের পর প্রশ্ন উঠেছে দলে মাহেন্দ্র সিং ধোনীর জায়গা নিয়েও। কানপুরে প্রথম ওডিআইতে তাই বেশ কিছু পরিবর্তন আসতে পারে ভারতের সেরা একাদশে। সুযোগ পেতে পারেন ‘এ’ দলের হয়ে দারুণ খেলা অলরাউন্ডার গুরকিরাত সিং।

ভারতের তুলনায় ভালো অবস্থানে থেকে সিরিজ শুরু করতে পারছে সাউথ আফ্রিকা। দলে ফিরছেন দুই অভিজ্ঞ ফাস্ট বোলার- মরনে মরকেল ও ডেইল স্টেইন। সেই সাথে অধিনায়ক ডি ভিলিয়ার্স আর জে পি ডুমিনির ব্যাটিং ফর্মে এগিয়ে থাকছে সফরকারীরাই।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',