স্পোর্টস ডেস্ক : কবে মাঠে ফিরবেন লিওনেল মেসি? কবে দেখা যাবে সেই সৃষ্টিশীল ফুটবলের যাদুকরকে? কোনও স্পষ্ট উত্তর পাওয়া যাচ্ছে না এখনও। মেসি নিজেও বুঝতে পারছেন না কবে মাঠে নামবেন?
এই পরিস্থিতিতে তাই প্রশ্ন উঠে মেসি ব্রাজিলের বিরুদ্ধে প্রাক-বিশ্বকাপের ম্যাচে খেলতে পারবেন কিনা।
নভেম্বরে ওই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ইতোমধ্যেই ব্রাজিল ঘোষণা করে দিয়েছে প্রাক-বিশ্বকাপে আর্জেন্তিনার বিরুদ্ধে খেলবেন নেইমার। সকলেই অপেক্ষা করছে মেসি আর্জেন্তিনার হয়ে খেলুন। চোট সারিয়ে
মেসি যদি খেলেন তাহলে ওই ম্যাচ অন্য মাত্র পেয়ে যাবে। কিন্তু মেসি খেলতে পারবেন কি না তা নিশ্চিত নয় এখনও।
চোট প্রসঙ্গে কী বলছেন লিও মেসি ? তার বক্তব্য, ‘আমি মাঠে নামার কোনো নির্দিষ্ট দিন স্থির করিনি। তবে দিন দিন আমি ভালো হচ্ছি। আমি সব সময় বলে আসছি মাঠে ফেরার নিদিষ্ট কোনোদিন স্থির
করিনি। এটা আমার ওপর নির্ভরও করছে না। আমি খেলতে চাই কালকেই। তবে সেটা ডাক্তারের ওপর নির্ভর করছে।