ঢাকা : পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকায় শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতিতে বোমা হামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছে বিএনপি।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ঘটনার জন্য যারা দায়ী, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে সেই দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানাই।
সম্প্রতি দুই বিদেশি হত্যায় বিএনপিকে জড়িয়ে দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যখন এই ধরনের কথা বলা হয় বা অন্য দলের সঙ্গে ব্যাকেট করে বক্তব্য দেওয়া হয়, তখন একটি সুদুরপ্রসারী পরিকল্পনা থেকেই করা হচ্ছে। শুরু থেকেই বিএনপি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করে আসছে। দৃঢ়তার সঙ্গে বলতে চাই, বিএনপি কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় এবং ষড়যন্ত্রের মধ্যেও জড়িত নয়। ষড়যন্ত্র করছে তারা, যারা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায়।