বিস্ময় বালককে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানালেন ওবামা

0

আন্তর্জাতিক ডেস্ক, ১৭ সেপ্টেম্বর : আমেরিকার টেক্সাসের ১৪ বছর বয়সী বালক আহমেদ মোহামেদকে গত মঙ্গলবার গ্রেফতার করা হয়। ঘরে তৈরি একটি ঘড়ি স্কুলে নিয়ে আসার পর সেটিকে বোমা সন্দেহে আহমেদকে গ্রেফতার করা হয়। এর পর থেকে অনেক মানুষ তার প্রশংসা করেছেন। প্রশংসাকারীদের মধ্যে একজন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, একজন রকেট বিজ্ঞানী এমনকি প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত রয়েছেন।

গত বুধবার বারাক ওবামা তার টুইটার অ্যাকাউন্টে এই তরুণ আবিষ্কারকের পক্ষ হয়ে টুইট করেছেন এবং তাকে তার এই ঘড়ি নিয়ে হোয়াইট হাউজে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

তার প্রতি সমর্থন এখানেই শেষ হয়ে যায়নি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এঘটনা খতিয়ে দেখে বলেন যে, ইসলামের প্রতি আতঙ্ক এখানে প্রধান ভূমিকা পালন করেছে। তিনি মোহামেদকে তার কৌতুহল জাগ্রত রাখা এবং নিজের উদ্ভাবনের কাজ চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী আর্নে ডানকান তার টুইটে বলেছেন, আমাদের তরুণ প্রকৌশলিদের গ্রেফতার করা ও স্কুল থেকে বের করে দেয়া উচিত নয় বরং তাদের উৎসাহ দেয়া উচিত।

নাসার জেট প্রপালসন ল্যাবরেটরির সিস্টেম প্রকৌশলি বোবাক ফেরদৌসি পূর্ণ সমর্থন জানিয়েছেন মোহামেদের এই কাজের প্রতি।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',