বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর

0

স্পোর্টস ডেস্ক, ৪ অক্টোবর : বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শশাঙ্ক মনোহর। রবিবার মুম্বাইয়ে এক বিশেষ সভায় তাকে এই দায়িত্ব দেয়া হয়।

ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলসের নতুন প্রধান সৌরভ গাঙ্‌গুলির নেতৃত্বে পূর্বাঞ্চলীয় জোনের ছয়টি স্টেটের ক্রিকেট অ্যাসোসিয়েশনই শশাঙ্ককে প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন দিয়েছিল। আজকের বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাকে এই দায়িত্ব দেয়া হয়।

এর আগে ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এই আইনজীবী।

উল্লেখ্য জাগমোহন ডালমিয়ার মৃত্যুতে বিসিআইয়ের সভাপতি পদটি শুন্য হয়ে পড়ে। সূত্র: এনডিটিভি।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',