Search
Wednesday 17 July 2019
  • :
  • :

বিশ্ব ইজতেমা শেষে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ মুসল্লি

বিশ্ব ইজতেমা শেষে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ মুসল্লি

সিলেট, ২২ জানুয়ারি : সিলেটের দক্ষিণ সুরমায় ইজতেমা-ফেরত একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিন মুসল্লি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রশিদপুর সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের আবু বক্কর (৫০), আকরব আলী (৫০) ও আব্দুল জফুর (৪৫)।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, সোমবার টঙ্গীর বিশ্ব ইজতেমা শেষে একটি বাসে অন্তত ৩০ মুসল্লি সুনামগঞ্জে নিজ এলাকায় ফিরছিল।

সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিন মুসল্লির মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ভতি করা হয়েছে।-যুগান্তর