Search
Monday 18 November 2019
  • :
  • :

বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম আর নেই

বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম আর নেই

ঢাকা, ১৪ আগস্ট : জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. তাজুল ইসলাম চৌধুরী আর নেই। কুড়িগ্রাম-২ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন।

সোমবার রাত পৌনে ১২টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এই সংসদ সদস্যকে রবিবার (১২ আগস্ট) দুপুরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন।

বর্ণাঢ্য এই রাজনীতিবিদ বেশ সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।