স্পোর্টস ডেস্ক, ৫ অক্টোবর : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর তৃতীয় আসরের খেলোয়াড় নিলাম হবে আগামী ৩১ অক্টোবর। দেশী ও বিদেশী ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হবে এদিন।
দেশী ও বিদেশী ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক নির্দিষ্ট করে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিদেশী ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৭০ হাজার ডলার। অন্যদিকে দেশী ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৩৫ হাজার ডলার।
বিপিএলের তৃতীয় আসরের পর্দা উঠবে ১৯ নভেম্বর। একদিন পর মাঠে খেলা শুরু হবে। টুর্নামেন্টের টাইটেল স্পনসর বিআরবি কেবলস।
বিপিএলের দলগুলো হল : ঢাকা- বেক্সিমকো গ্রুপ, বরিশাল- এক্সিওম গ্রুপ, চট্টগ্রাম-ডিবিএল গ্রুপ, সিলেট-আলিফ গ্রুপ, রংপুর-আই স্পোর্টস, কুমিল্লা-রয়েল স্পোর্টস।