বিনোদন ডেস্ক, ৯ অক্টোবর : মাথার সব চুল পেকে গেছে। ভ্রুতেও পাক ধরেছে। গায়ের চামড়া কুচকে গেছে। হাটতেও কষ্ট হচ্ছে।৬০ বছর বয়সের এমন গেটআপে দেখা যাবে নায়ক ইমনকে। নিঁখুত মেকআপ। প্রথমে দেখে যে কেউ অবাক হবেন, তাতে কোনো সন্দেহ নেই।
ইমন এমন গেটআপ কেন নিয়েছেন? বললেন, ‘আমি একটি টেলিছবিতে অভিনয় করছি। নাম “না, ভুলবো না কোনোদিন”। প্রেমের গল্প। এখানে আমি বার্ধক্যের একটা গেটআপ নিয়েছি।
“না, ভুলবো না কোনোদিন” টেলিছবিতে ইমনের সঙ্গে অভিনয় করছেন শখ। এর আগে তাঁরা একসঙ্গে বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। টেলিছবিটি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন, পরিচালনা করছেন হিমেল আশরাফ। শিগগিরই টেলিছবিটি দেখানো হবে চ্যানেল আইয়ে।